নিউজবাংলা: ১৭ আগস্ট, সোমবার:

 

মেষ: অপ্রিয় বাক্য এড়িয়ে মধুর ব্যবহারে কার্যোদ্ধার। নামী প্রতিষ্ঠানে কাজের চেষ্টায় সাফল্যের সম্ভাবনা। সৃষ্টিশীল কাজে মৌলিকতার স্বীকৃতি মিলতে পারে।

বৃষ: সময়োচিত সিদ্ধান্তে কর্মক্ষেত্রে সমস্যামুক্তির সম্ভাবনা। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ পেতে পারেন। কর্তব্যকর্ম নিয়ে মা-বাবার সঙ্গে মতবিরোধ।

মিথুন: বুদ্ধিবলে ধুরন্ধর শত্রুর হাত থেকে মুক্তি। বিরোধে সম্পত্তির দখল পেতে সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি।

কর্কট: কর্মস্থলে অন্যমনস্কতার খেসারত দিতে হতে পারে। অকারণ উত্তেজনায় শারীরিক ও মানসিক সমস্যা বাড়বে।

সিংহ: দলাদলির ফাঁদে পড়ে কর্মস্থলে বিড়ম্বনা বাড়বে। প্রশিক্ষণে সাফল্যের সুবাদে বিকল্প কর্মসংস্থানের সুযোগ।

কন্যা: আর্থিক ও বৈষয়িক লাভ ত্বরান্বিত হতে পারে। পিতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে প্রাপ্তিযোগ। সন্তানের মতিগতি পরিবারে অশান্তি বাড়াবে।

তুলা: আলস্য বা উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে দেওয়া উচিত হবে না। চুরি বা পকেটমারিতে অর্থক্ষতি। অংশীদারের চক্রান্তে ব্যবসায় লোকসান।

বৃশ্চিক: দুর্বলতার সুযোগে শত্রুরা তৎপর হতে পারে। একাধিক পথে উপার্জন করতে গিয়ে বিপত্তির আশঙ্কা।

ধনু: বিলম্ব হলেও বহুমুখী কর্মতৎপরতার স্বীকৃতির যোগ। কুটুম্বস্থানীয় ব্যক্তির কূট চালে সংসারে অশান্তি।

মকর: কর্মক্ষেত্রে বেশি দায়িত্বের চাপ বাড়তে পারে শরীর ও মনে। অতিক্রোধ থেকে স্বজন পরিমণ্ডলে বিপত্তির আশঙ্কা। লটারিতে প্রাপ্তিযোগ।

কুম্ভ: মাত্রাছাড়া আবেগপ্রবণতার মাসুল গুনতে হতে পারে। শত্রুর সঙ্গে সমঝোতায় সাময়িক স্বস্তি। জমিবাড়ি কেনার শুভ যোগ।

মীন: কর্ম পরিবর্তনের পরিকল্পনায় আ

নিউজবাংলা/একে