ভারতে গৃহকর্মীর সর্বনিম্ন বেতনসীমা ৯০০০ রুপি!
নিউজবাংলা: ১৭ আগস্ট, সোমবার:
ঢাকা: গৃহস্থালির কাজ সামলানোর জন্য পরিচারক-পরিচারিকার বেতন মাসে ৯০০০ টাকা (ভারতীয় মুদ্রায়) করার সিদ্ধান্ত নিতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। কিছু দিনের মধ্যে এ মর্মে দেশটির কেন্দ্রীয় আইনসভায় প্রস্তাব পেশ হতে চলেছে।
সাংসারিক দৈনন্দিন কাজের জন্য স্বল্প মাসিক বেতনের বিনিময়ে গৃহ পরিচারক বা পরিচারিকা রাখার দিন শেষ। এবার থেকে ‘কাজের লোক’ পেতে গেলে মাসিক বেতন দিতে হবে অন্তত ৯০০০ টাকা। সেই সঙ্গে বছরে ১৫ দিনের সবেতন ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য বেশ কিছু সুবিধাও দিতে হবে। পরিচারকদের স্বার্থে জাতীয় স্তরে এমনই নীতি নির্ধারণ করতে চলেছে দেশটির কেন্দ্রীয় ক্ষমতায় আসীন নরেন্দ্র মোদীর সরকার।
জানা গিয়েছে, কিছু দিনের মধ্যেই মন্ত্রিসভায় পেশ হতে চলেছে ‘গৃহকর্মীদের জন্য জাতীয় নীতি’। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৈহিক ক্ষমতা হ্রাস পাওয়ার ফলে চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরে গৃহকর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এই অবস্থা থেকে তাঁদের সুরক্ষিত করতে এবার থেকে তাঁদের জন্য থাকবে সামাজিক সুরক্ষা বীমা। প্রত্যেক নিয়োগকর্তা গৃহস্বামীকে এই প্রকল্পে নিয়মিত অর্থ লগ্নি করতে হবে বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়, কর্মস্থলে যৌন হেনস্থা অথবা ঋণ শোধ করতে অসমর্থ হওয়ার ফলে চুক্তিভিত্তিক শ্রম ঠেকাতে নয়া নীতিতে বিশেষ ব্যবস্থা থাকছে। এছাড়া গৃহকর্মের পাশাপাশি ইচ্ছা হলে তাঁরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সেই সুবিধাও থাকছে। পাশাপাশি, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক এবং অন্যান্য অভিযোগ জানানোর সুবিধাও তাঁরা পাবেন বলে জানা গিয়েছে। প্রয়োজনে দাবি-দাওয়া জানাতে দলবদ্ধভাবে আবেদন করার সুবিধাও পাবেন।
উল্লেখ্য, গত সপ্তাহে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়কে এই বিষয়ে একটি খসড়া নোট পাঠিয়েছে দেশটির শ্রমোন্নয়ন দপ্তরের ডিরেক্টর জেনারেল। মন্ত্রী জানিয়েছেন, ‘গৃহকর্মী নীতি প্রণয়ন করা জরুরি। গৃহকর্মীদের অনেক সময়ই শোষণ করা হয় এবং এই কারণে তাঁদের সুরক্ষা ও উন্নয়ন গুরুত্বপূর্ণ।’
তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক শ্রম সংগঠন নির্ধারিত শ্রম মানের উপর ভিত্তি করেই এই নীতি চালু করা হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদন মিললে গৃহস্বামী, গৃহকর্মী এবং মধ্যস্থতাকারী সংস্থার মধ্যে আইন মোতাবেক ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদন করা আবশ্যিক হবে।
নিউজবাংলা/একে