রাতে ঢাকা আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:
ঢাকা: ২২ ঘণ্টার রাষ্ট্রীয় সফরে আজ রাতে ঢাকা আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ জাভেদ জারিফ। আজ রাতের একটি বিশেষ ফ্লাইটে বেইজিং থেকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরকালে আগামীকাল বুধবার তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও তার সম্মানে পররাষ্ট্রমন্ত্রী একটি ভোজের আয়োজন করেছেন।
ঢাকা ছাড়ার আগে তিনি গণমাধ্যমের মুখোমুখি হবেন বলে কথা রয়েছে। ইরান দূতাবাস জানিয়েছে, হোটেল সোনারগাঁওয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল বুধবার রাতেই তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন তিনি।
নিউজবাংলা/একে