নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:

ঢাকা: এই ডিজিটাল যুগে স্মার্টফোন হাতে নেই এমন ছেলে মেয়ে খুঁজে পাওয়া ভার৷ স্মার্টফোনের হাজারও অ্যাপ, গেমস আর ইন্টারনেট ফেসিলিটি যেন মুগ্ধ করে রেখেছে এই জেনারেশনকে৷

কিন্তু স্মার্টফোনের এই অ্যাপ, গেমস আর ইন্টারনেটের জন্যই এই ফোনগুলিতে সমস্যা হয় চার্জের৷ কিছুক্ষণ পরপরই ব্যাটারি লো এর সিগন্যাল৷ আর এই কারণেই ফোনের ব্যাটারিতে ফুল চার্জ না দিয়ে বাড়ি থেকে বেরানো দায় হয়ে গিয়েছে৷

ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়ে রাস্তাঘাটে ফোন বন্ধ হয়ে যেতে পারে যখন তখন৷ তাই যখনই সুযোগ পাওয়া যায় চার্জ দিয়ে নেওয়া হয় ব্যাটারিতে৷ আর আপনার ফোনের ব্যাটারিকে অত্যন্ত কম সময়ে চার্জ দিয়ে নেবেন কিভাবে তারই কিছু টিপস দেওয়া হল নিচে৷

১। দেওয়ালের সকেট ব্যাবহার করুন
দ্রুত চার্জের জন্য দেওয়ালের সকেট ব্যবহার করুন। নিঃসন্দেহে সেগুলো ল্যাপটপ বা মাল্টিপ্লাগ থেকে কম সময়ে আপনার স্মার্টফোনকে বেশি চার্জ প্রদান করবে। আপনার স্মার্টফোনের জন্য ইউএসবি এডপটার না থাকলে আজই কিনে ফেলুন। এই জিনিস আপানার মোবাইলকে দ্রুত চার্জ পেতে সাহায্য করবে।

২। উচ্চ শক্তিসম্পন্ন ইউএসবি এডপটার ব্যবহার করুন
দ্রুত স্মার্টফোনে চার্জ দিতে ইউএসবি এডপটরের জুড়ি নেই। আপনার মোবাইল সর্বোচ্চ যত অ্যাম্পিয়ারের অ্যাডপটরের শক্তি গ্রহণ করতে পারবে সেটি ব্যবহার করুন। হতে পারে সেটা ০.৫ অ্যাম্পিয়ার কিংবা ২.১ অ্যাম্পিয়ার। এ ব্যাপারের আগেই সুনিশ্চিত হয়ে নেবেন যে আপনার স্মার্টফোনটি সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার গ্রহনে সক্ষম। নতুবা, হিতে বিপরীত হতে পারে।

৩। ব্যাটারিতে আলাদাভাবে চার্জ দিন
সম্প্রতি একটি পরীক্ষা করে দেখা গিয়েছে যে ফোন সম্পুর্ন চার্জ হতে সময় লাগে প্রায় এক ঘন্টা। সেই ফোনেই ব্যাটারি খুলে আলাদাভাবে চার্জ দিলে সময় লাগে মাত্র ১০ থেকে ১৫মিনিট। খুব বেশি দরকারের সময় ব্যাটারিটিকে চার্জে দিয়ে আপনি নিজের কাজ সেরে ফেলতে পারেন৷

৪। মোবাইলটিকে ফ্লাইং/অ্যারোপ্লেন মোডে রাখুন
স্মার্টফোনে সচল থাকা ফিচার ও অ্যাপগুলোই মোবাইলের চার্জ শেষ করতে যথেষ্ট। বিশেষ করে, ওয়াই ফাই বা ইন্টারনেট। প্রয়োজনের কম সময়ে মোবাইল চার্জে দিলে অবশ্যই মোবাইলটি ফ্লাইং/অ্যারোপ্লেন মোডে রাখবেন। এতে দ্রুত চার্জ হবে ফোনের ব্যাটারি। আর যদি প্রয়োজনীয় কোন কল বা ম্যাসেজের অপেক্ষায় থাকেন তবে মোবাইল ডেটা আর ওয়াই ফাই ব্যবহার থেকে বিরত থাকুন। তাতেও চার্জ হবে দ্রুত৷

৫। বারবার চার্জ লেভেল চেক করা থেকে বিরত থাকুন
আপনি ঠিক সময়ে মোবাইলকে চার্জে পরিপুর্ন করতে ব্যার্থ হচ্ছেন। ফোন চার্জে দিয়ে বারবার কতটা চার্জ হয়েছে দেখা, প্রায় সবারই এই অভ্যাসটি রয়েছে৷ যখন আপনার হাতে সময় কম থাকলে এই কাজটি করা থেকে বিরত থাকুন। এতে একটু হলেও বেশি চার্জ হবে।

কারণ আপনি যত বেশিবার ফোনের আলো জ্বালিয়ে চার্জ কতটা হয়েছে দেখবেন ততটাবারই একটু চার্জ কমে যাবে আপনার ফোনের ব্যাটারি থেকে৷ আর আবার তা পূর্ণ করবে চার্জ৷ ফলে সময় বেশি লাগে এতে৷

নিউজবাংলা/একে