কুয়েতে বোমা হামলা: ৭ জনের মৃত্যুদণ্ড
নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:
ঢাকা: কুয়েতে গত জুনে একটি শিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
আজ মঙ্গলবার এ রায় দেওয়া হয়।
চলতি বছর ২৬ জুন কুয়েতে ওই আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটে। এতে ২৭ জন নিহত ও ২২৭ জন আহত হন। হামলার কিছু পরই ইসলামিক স্টেট (আইএস)-এর দায় স্বীকার করে নেয়। একই দিন ফ্রান্স, তিউনিসিয়া ও সোমালিয়ায়ও বোমা হামলার ঘটনা ঘটে।
নিউজবাংলা/একে