২০১৫ সালের সর্ববৃহৎ সামরিক মহড়া শুরু করল রাশিয়া
নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:
ঢাকা: রাশিয়া চলতি বছরের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে। সেন্টার-২০১৫ নামের এ মহড়ায় রুশ পদাতিক, নৌ, বিমানবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার ৯৫ হাজার সেনা অংশগ্রহণ করছে। রাশিয়ার আঞ্চলিক মিত্র দেশগুলোও এ মহড়ায় যোগ দিয়েছে।
ভলগা থেকে সাইবেরিয়া পর্যন্ত রাশিয়ার প্রায় ছয় হাজার কিলোমিটার বিস্তৃত অঞ্চল জুড়ে এ মহড়া চলছে। সেন্টার-২০১৫ মহড়ায় সাত হাজারটি সাঁজোয়া যান, ১৭০টি বিমান, ২০টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। আলাদা ২০টি প্রশিক্ষণ কেন্দ্র এ মহড়ার জন্য ব্যবহার করা হবে। মহড়ায় রুশ নিরাপত্তা বাহিনীর সব শাখাসহ সীমান্ত রক্ষী, রুশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি, মাদক বিরোধী পুলিশ বাহিনীর সদস্যরাও অংশ নিয়েছে। গতকাল থেকে শুরু হওয়া এ মহড়া চলতি মাসের ২০ তারিখে শেষ হওয়ার কথা রয়েছে।
মহড়ায় কাজাখিস্তান, বেলারুশ, আর্মেনিয়া, তাজিকিস্তান এবং কিরগিজস্তান অংশ নিয়েছে। মহড়ার জন্য কাজাখিস্তান সেনা পাঠিয়েছে। বাকি সব দেশ মহড়া পর্যবেক্ষণ এবং মহড়া চলাকালে কিছু কিছু অংশের দায়িত্ব নেয়ার জন্য সেনা কর্মকর্তা পাঠিয়েছে। মহড়ায় রাশিয়াসহ তার মিত্র দেশগুলোর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখা হবে।
গত মাসেই রাশিয়া ৮০টি সামরিক মহড়া চালিয়েছে বলে রুশ সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে।
নিউজবাংলা/একে